eaibanglai
Homeএই বাংলায়পুজোর উপহার, ৬০ হাজার মহিলাকে নতুন শাড়ি প্রদান

পুজোর উপহার, ৬০ হাজার মহিলাকে নতুন শাড়ি প্রদান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দুর্গাপুজো উপলক্ষ্যে পাণ্ডবেশ্বর বিধানসভায় ১২ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০ হাজার মহিলাকে নতুন বস্ত্র দেওয়ার কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরমধ্যে গত মঙ্গলবার দুপুরে বহুলা স্কুল মাঠে আয়োজিত এক শিবিরে বহুলা পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার ৫০০০ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, প্রত্যেক বছরই তাঁরা দুর্গাপুজোর আগে পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেন। এবারও সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং মঙ্গলবার থেকে তারই শুভ সূচনা হল। তিনি বলেন, “শাড়ি দেওয়াটা বড় কথা নয়, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক মা আসেন এটাই বড় কথা। তাদের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকে।”

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিং সহ তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments