সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুজোর আগে বড় ঘোষণা আসানসোল পৌরনিগমের। শুক্রবার পৌরনিগমের পক্ষ থেকে একটি বোর্ড মিটিং হয়। বৈঠকে পুজোর সময় পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য শিবির চালু করার কথা ঘোষণা করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। তিনি জানান, পুজোর সময় বেশীরভাগ চিকিৎসক ছুটিতে থাকেন। ফলে সেই সময় কেউ অসুস্থ হয়ে পড়লে সাধারণ মানুষকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই কথা মাথায় রেখেই পৌরনিগমের ওয়ার্ডগুলিতে স্বাস্থ্য শিবির খোলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জরুরী ভিত্তিতে চিকিৎসা করা হবে। এছাড়াও তিনি জানান, আসানসোল পৌরনিগমের দপ্তরে জরুরী পরিষেবা চালু করা হয়েছে। কোনরকম অসুবিধা হলে জনগণ অভিযোগ জানালে সেগুলো জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি দুর্গাপুজোর ছুটির পর আসন্ন কালীপূজা, ছট পূজার জন্য এলাকা পরিস্কারের কাজ শুরু হবে বলেও এদিন বৈঠকে জানান তিনি।