নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের সঙ্গীতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ৫৬ তম শারদোৎসব পালিত হল ৫ অক্টোবর সন্ধ্যায়-দুর্গাপুর চিলড্রেনস অ্যাকাডেমি অফ কালচারের প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে মুখ্যত: শাস্ত্রীয় সংগীত নির্ভর গান পরিবেশিত হয়। বিভিন্ন রাগ রাগিনী আশ্রিত খেয়াল, ঠুংরি, দুর্গা বন্দনা, আগমনী ইত্যাদি আঙ্গিকের সংগীত পরিবেশন করেন-অদিতি মুখোপাধ্যায়, বিশ্বায়ন রায়, অপরূপা মন্ডল, রৌহিন রায়, সুপ্রভা রায়, মহুয়া চট্টোপাধ্যায়, সৃজা সিনহা প্রমুখ শিল্পীরা। এছাড়াও ছিল- সম্মেলক সংগীত এবং সঙ্গীতালেখ্য- মহিষাসুরমর্দিনী। সঙ্গীতালেখ্য’র পরিচালনায় ছিলেন-মধুমিতা মিত্র ও ডঃ সত্যম কুন্ডু। উল্লিখিত শিল্পীদ্বয় ছাড়াও অংশ নেন – মলি দাশগুপ্ত এবং কঙ্কিতা ঘোষ। সমগ্র শারদোৎসব অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন-অধ্যক্ষ বিমল মিত্র। যন্ত্র সঙ্গীত সহযোগীবৃন্দ হিসেবে ছিলেন-নির্মল চক্রবর্তী, দেবাশীষ চট্টোপাধ্যায়, বিথিন রায়, সুব্রত বিশ্বাস, বিশ্বায়ন রায়, সোহম কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, অংশ নেন -অধ্যক্ষ বিমল মিত্র, রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সমাজসেবী সুদেব রায়, প্রদীপ ঘোষ প্রমুখ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রূপা মুখোপাধ্যায়।