eaibanglai
Homeএই বাংলায়পুজো মন্ডপে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার

পুজো মন্ডপে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার

সৌমী মন্ডল, রাইপুর, বাঁকুড়া:- দুর্গাপুজো উপলক্ষ্যে আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। সর্বত্রই খুশির হাওয়া। তার মধ্যেও কিছু মানুষের মন ভারাক্রান্ত। চোখের নানান সমস্যায় আক্রান্ত হলেও আর্থিক কারণে ওদের পক্ষে ডাক্তার দ্যাখানো সম্ভব হয়না। ওদের জন্য খুশির খবর বয়ে নিয়ে এলেন বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার রাইপুর বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

সংশ্লিষ্ট পুজো কমিটির উদ্যোগে ও বাঁকুড়া শহরের ‘আলোলিকা’ চক্ষু হাসপাতালের কর্ণধার ডা. অনুপ মন্ডলের সক্রিয় সহযোগিতায় পুজো মণ্ডপে আয়োজন করা হয় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে প্রায় দেড় শতাধিক মানুষ তাদের চক্ষু সংক্রান্ত বিভিন্ন সমস্যা পরীক্ষা করান। জানা যাচ্ছে যেসব রোগীর চোখের ছানি অপারেশন করতে হবে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে। পাশাপাশি এদিন একটি মরণোত্তর চক্ষুদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ৪৫ জন নারী-পুরুষ মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করেন। সংখ্যাটি উদ্যোক্তাদের কাছে যথেষ্ট উৎসাহদায়ক। শিবিরে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি তপন কুমার দাস, অন্যতম উদ্যোক্তা শান্তনু মিশ্র, নকুল চন্দ্র দাস, অশোক কাহার( সিনহা), পল্টু রজক, শঙ্কুরাজ বিশ্বাস, সঞ্জীব মন্ডল, সুদীপ চ্যাটার্জী সহ অন্যান্যরা। ডা. মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তপন বাবু বলেন, গরীব মানুষের ভগবান ডা. অনুপ মন্ডল আমাদের জেলার গর্ব। তার সহযোগিতার জন্য এই বিপুল সংখ্যক গরীব মানুষ সম্পূর্ণ বিনা খরচে তাদের চক্ষু পরীক্ষা করার সুযোগ পাওয়ার পাশাপাশি ছানি অপারেশন করার সুযোগ পাচ্ছেন। প্রতিবছর পঞ্চমীর দিন আমাদের এই পুজো মণ্ডপে যাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা যায় তারজন্য ডাক্তারবাবুর কাছে আমরা আবেদন করেছি। অন্যদিকে ডা. মণ্ডল বলেন, আমি আমার মা-বাবা ও পরিবারের সকল সদস্যদের পাশাপাশি বহু মানুষের ভালবাসা ও আশীর্বাদ পেয়েছি। আমার স্ত্রীও একজন চিকিৎসক। এই বয়সে যেটুকু আর্থিক স্বাচ্ছন্দ্য পেয়েছি তার অতিরিক্ত আমাদের কোনো চাহিদা নাই। ব্যক্তিগত জীবনে আমাদের নাই কোনো বিলাসিতা। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অর্থ নয় তাদের আশীর্বাদ আমার সবচেয়ে বড় পুরস্কার, বড় প্রেরণা। প্রসঙ্গত বাঁকুড়া জেলার বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. অনুপ মণ্ডল এর আগে জেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে অসংখ্য চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের নেতৃত্ব দিয়েছেন এবং সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় এই ধরনের শিবিরের আয়োজন করে থাকেন। বাঁকুড়ার লোকপুরে তার ‘আলোলিকা’ নার্সিংহোমে বহু গরীব মানুষের বিনামূল্যে চোখের অপারেশনও করেন। কোনোরকম ইতস্তত না করে নির্বিদ্বিধায় তার ‘আলোলিকা’ নার্সিংহোমে আসার জন্য চক্ষুরোগে আক্রান্ত গরীব মানুষদের তিনি আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments