নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ- ১৫-ই অক্টোবর অপরাহ্নে দক্ষিণ বর্ধমানের মাধাইগঞ্জে সাড়ম্বরে পালিত হলো সুপরিচিত সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা ‘কুনুর কথা’র ২২ তম বাৎসরিক সম্মেলন, স্থানীয় লোকসংস্কৃতি মঞ্চে। অনুষ্ঠান শুরু হয় ভাবগম্ভীর পরিবেশে বিশিষ্ট সংগীত শিল্পী তথা সংগীত বিষয়ক প্রাবন্ধিক বুদ্ধদেব সেনগুপ্ত পরিবেশিত বৈদিক মন্ত্র গানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন জাতীয় শিক্ষক ড: সুশীল ভট্টাচার্য্য এবং সভাপতিত্ব করেন কুনুর কথার সভাপতি ও সাহিত্যসেবী রঘুনাথ গঙ্গোপাধ্যায়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সুদেব রায়, ‘প্রয়াস’ পত্রিকার সম্পাদক নান্টুরঞ্জন পাল,’সাহিত্যলোক’ এর সম্পাদক অলোক দাঁ সহ বেশ কয়েকজন সাহিত্য ও সংস্কৃতি মহলের সুপরিচিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন জনপ্রিয় সংগীত শিল্পী ঋতুকণা ভৌমিক। এছাড়া উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল- বিভিন্ন শিল্পী পরিবেশিত স্বরচিত কবিতা পাঠ, সংগীত,আবৃত্তি,নৃত্য ইত্যাদি। সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন কুনুর কথার সম্পাদক চুনিলাল মুখোপাধ্যায়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-সম্পাদক দুর্গাপদ ঘোষ।