নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের শিল্পাঞ্চলের একাধিক এলাকা। শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে নদীর মতো জলের স্রোত। সেপকো টাউনশিপ,গভর্নমেন্ট কলেজ সংলগ্ন এলাকা, দুর্গাপুর এনআইটি’র সামনের রাস্তা,৫৪ ফুট, সারদা পল্লী, শ্রীনগর পল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ, এম এ এম সি এলাকার শরৎপল্লী, রবীন্দ্রপল্লীসহ বহু জায়গা জলের তলায়। এমনই শোচনীয় পরিস্থিতি যে ৫৪ ফুট থেকে চারচাকা গাড়িকে ভাসতে ভাসতে তপবন এলাকায় চলে যেতে দেখা যায়। এন আই টির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়। গভর্নমেন্ট কলেজ সংলগ্ন বস্তি এলাকা জলের তলায় ডুবে গেছে। কলেজে আশ্রয় নিয়েছেন বস্তি এলাকার বাসিন্দারা। অন্যদিকে সেপকো টাউনশিপ এলাকার বাসিন্দারা জানিয়েছেন আগে কখনো তাদের এলাকায় এভাবে জলের তলায় চলে যায়নি।
অন্যদিকে শহরের এই শোচনীয় অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। তাদের অভিযোগ শহরের নিকাশী ব্যাবস্থা ভেঙে পড়েছে। অথচ কারও কোন ভ্রুক্ষেপ নেই। পুরসভার নির্বাচন হয়নি দীর্ঘদিন। কেবল শাসক বিরোধী দের চাপান উতোরের খেলা চলছে। আর এই টানাপোড়নে প্রাণ ওষ্ঠাগত ভুক্তভোগী পুরবাসীর। তাদের এখন একটাই প্রশ্ন এই জলযন্ত্রণা থেকে মুক্তি মিলবে কীভাবে?





