নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। তার মধ্যে রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডের বিধাননগরের মহালক্ষী পার্ক এলাকা। তবে অভিযোগ এই প্রথমবার নয় একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকাটি। স্থানীয়দের দাবি নিজের যাতায়াতের সুবিধার্থে নিকাশী নালা বুজিয়ে রাস্তা নির্মাণ করেছে নগর নিগমের এক ইঞ্জিনিয়ার। আবার এলাকার এক প্রভাবশালী নিকাশী নালার উপর প্রাচীর দিয়েছেন। যার ফলে একটু বৃষ্টিতেই জলের তলায় চলে যাচ্ছে এলাকা। প্রতিবাদে এদিন নগর নিগমের ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে নিউ টাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, “গত কয়েক মাস ধরে বৃষ্টি হলে এই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। বুধবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে এলাকার একাধিক বাড়িতে জল ঢুকেছে, এক কোমর জল জমেছে। এর জন্য দায়ী দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার। কারণ নিকাশী নালার পাশেই রয়েছে ইঞ্জিনিয়ারের বাড়ি। নিজের যাতায়াতের সুবিধার্থে নিকাশী নালা বুজিয়ে রাস্তা নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি এলাকার এক প্রভাবশালী নিকাশী নালার উপর প্রাচীর দিয়েছেন। ফলে বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।”