সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ফের ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল কলিয়ারি এলাকায়। এবার ধসের ঘটনাটি ঘটেছে অন্ডালের জামবাদ গ্রামে। রবিবার সকালে দুই জায়গায় ধসের ঘটনায় বিশালাকার গর্ত তৈরি হয়। ঘটনায় গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি পুনর্বাসনের দাবি জানান। প্রসঙ্গত উল্লেখ্য চার বছর আগে এই এলাকায় ধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে এক মহিলার মৃত্য়ু হয়েছিল।
অন্যদিকে এদিন সকালে ধসের খবর পেয়ে এলাকায় ছুটে যান বহুলা গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণা ভুঁইয়া। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। পরে পঞ্চায়েত সদস্য বলেন, “এমন ঘটনা এই এলাকায় বারবার ঘটছে। যে কারণে এখানকার মানুষ খুবই আতঙ্কিত। তারা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। কিন্তু ইসিএল-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” তিনি আরো বলেন, “জামবাদ ওসিপি চালু হওয়ার সময় প্রথম দফায় কিছু এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় জামবাদ মোড় এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আজ প্রায় ২৫ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এই এলাকার মানুষদেরকে পুনর্বাসন দেওয়া হয়নি।” পাশাপাশি এদিন তিনি দ্রুত এলাকার মানুষদের পুনর্বাসন দেওয়ার দাবি জানান। না হলে আগামী দিনে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।