eaibanglai
Homeএই বাংলায়ছাতনায় জগদ্ধাত্রী পূজোর মন্ডপ সাজবে মহাভারতের ঘটনার দৃশ্যে

ছাতনায় জগদ্ধাত্রী পূজোর মন্ডপ সাজবে মহাভারতের ঘটনার দৃশ্যে

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– ছাতনা চন্ডিদাস পল্লী আয়োজিত জগদ্ধাত্রী পূজা এ বছর ২৯ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। সাড়ম্বরে হয়ে গেল খুঁটি পুজোর অনুষ্ঠান। এবার প্রস্তুতি শুরু মণ্ডপ তৈরীর। মন্ডপ তৈরি হচ্ছে মহাভারতের একটি দৃশ্যের উপর। গিরিগোবর্ধন পর্বতের উপর থাকবেন মা জগদ্ধাত্রী।

পুরাণ অনুযায়ী কোন এক সময় দেবরাজ ইন্দ্রের প্রকোপে ব্রজভূমিতে ভয়ংকর বর্ষার পরিবেশ গড়ে উঠলে ব্রজবাসীরা গৃহ ছাড়া হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীর এই দুঃখের দিনে গোবর্ধন পর্বত কে নিজের কড়ি আঙ্গুলে তুলে তার নিচে সমস্ত ব্রজবাসীদের আশ্রয় দেন। স্বয়ং শ্রীকৃষ্ণের ব্রজবাসীদের রক্ষা করার এই দৃশ্যটি ফুটিয়ে তোলা হচ্ছে ছাতনা থানাগড়ার সামনে পুরানো বাসলি মন্দির সংলগ্ন চত্বরে। মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে প্লাইউড,ঝিনুক। ১০ লাখ টাকার বাজেট নিয়ে আয়োজিত হতে চলেছে ছাতনা চন্ডিদাস পল্লীর এই জগদ্ধাত্রী পূজো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments