নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর নেতাজী ভবন প্রেক্ষাগৃহে ২১শে অক্টোবর অনুষ্ঠিত হল মনোজ্ঞ সান্ধ্য সঙ্গীতানুষ্ঠান ‘সুরে সুরে গানে গানে’। উপলক্ষ্য ছিল সুপরিচিত সঙ্গীত শিক্ষাকেন্দ্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান- বীণা মিউজিক্যাল একাডেমীর সপ্তম বার্ষিক উদযাপন। শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত ও একাডেমীর নির্দেশক তথা সঙ্গীতগুরু অমিতাভ দে। অনুষ্ঠানে অমিতাভ ছাড়াও অনুষ্কা, দেবাঞ্জনা, রনি, মনি প্রমুখ শিল্পী ও শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের আনন্দ দান করেন। দুর্গাপুরের জনপ্রিয় কিশোর কুমার অনুরাগী সংগীতশিল্পী প্রদীপ চক্রবর্ত্তীকে একাডেমীর পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন বিদ্যুৎ কুণ্ডু। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার যাবতীয় কৃতিত্ব একাডেমীর কর্ণধার বিদ্যুৎ কুণ্ডুর।