সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলে অবসরপ্রাপ্ত খনি কর্মীর একাউন্ট থেকে গায়েব হয়ে গেল প্রায় ৬ লক্ষ টাকা। জামুড়িয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের একটি শাখা থেকে ওই ঘটনা ঘটেছে। পুরো ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে।
জানা গেছে, জামুড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত খনি কর্মী বামাপদ মণ্ডলের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের জামুড়িয়া শাখায় একাউন্ট রয়েছে। বুধবার তিনি ব্যাঙ্কে নিজের পাশবই আপডেট করাতে গিয়ে দেখেন গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩ দিনে ধাপে ধাপে তার একাউন্ট থেকে ৫ লক্ষ ৮২ হাজার ১০০ টাকা তুলে নেওয়া হয়েছে। বামাপদবাবু জানান, এতবার এত পরিমান টাকা তোলা হলেও তাঁর মোবাইলে কোনো ম্যাসেজ বা ওটিপি আসেনি। এই এক মাসের মধ্যে তিনি কোনো ডিজিট্যাল পেমেন্ট করেননি। এমনকি তিনি কোনো অনলাইন এ্যাপস্ও ব্যবহার করেন না বলে জানান।
পুরো বিষয়টি জানিয়ে তিনি ব্যাঙ্কের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক ও সাইবার থানা তদন্ত শুরু করেছে।
অন্যদিকে ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে বামাপদবাবুর। কারণ চাকরি থেকে অবসর নেওয়ার পরে শেষ জীবনের পুঁজি আর পাঁচ জনের মতো তিনিও ব্যাঙ্কে জমা রেখেছিলেন। এখন প্রশ্ন উঠেছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে এভাবে টাকা উধাও হয়ে গেলে, সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা কে দেবে?