নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসা ব্লকের আড়া গ্রামে হদিশ মিলল অনলাইন যৌনচক্রের। অভিযোগ বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টারের নাম করে চলত ওই অবৈধ চক্র। অনলাইনে যৌনচক্রের ফাঁদ পেতে হাতানো হত লক্ষ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে ২০২৪সালের মে মাসে, কাঁকসা থানার মালানদিঘি ফাঁড়িতে অনলাইন যৌনচক্রের একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং কুন্দন মণ্ডল ও বিষ্ণুদেব প্রসাদ নামে দুই ব্যক্তির নাম উঠে আসে। যাদের বিরুদ্ধে ওই অবৈধ চক্র চালানোর অভিযোগে ওঠে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে কাঁকসার বামুনাড়া এলাকায় হানা দিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় তিনটি ভুয়ো আধার কার্ড, চারটি মোবাইল ফোন ও ছটি এটিএম কার্ড। ধৃতরা যথাক্রমে ঝাড়খণ্ডের গিরিডি ও হাজারিবাগের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আড়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ঘাঁটি গাড়ে ঝাড়খণ্ডের দুই বাসিন্দা কুন্দন মণ্ডল ও বিষ্ণুদেব প্রসাদ। সেখান থেকেই অনলাইনে যৌনচক্রের কারবার চালাত তারা। বিশেষ অ্যাপসের মাধ্যমে কোন ব্যক্তির মহিলাদের সঙ্গে আপত্তিকর নকল ছবি বানিয়ে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তির কাছে পাঠানো হত ও ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করা হত। টাকা না দিলে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হত। অভিযোগ এই ভাবে ফাঁদ পেতে লাক্ষ লাক্ষ টাকা হাতিয়েছে ধৃত দুই ব্যক্তি।
শুক্রবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অতিরিক্ত জেলা বিচারক ধৃত দুজনকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই অবৈধ চক্রের তদন্তে গতি আনতে চাইছে কাঁকসা থানার পুলিশ।