নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর -: কেন্দ্রে একাধিকবার সরকার বদল হলেও আজও ‘ঘাটাল পরিকল্পনা’ বাস্তবে পরিণত হয়নি। ফলে ঘাটালবাসীর দুর্দশা দূর হলোনা। বন্যা এলেই ঘাটালবাসী জলবন্দী হয়ে পড়ে। সব থাকতেও তখন ঠিকমতো খাবার জোটেনা। এখনো ঘাটালের সর্বত্র বন্যার জল নামেনি। অসহায়ভাবে দিন কাটে এলাকাবাসীর।
সম্প্রতি ত্রাণ সামগ্রী নিয়ে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ায় দক্ষিণ ২৪ পরগণার উস্তির ‘স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক সংস্থা’। দীর্ঘদিন ধরেই সংস্থাটি শিক্ষা, ক্রীড়া,সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও পরিবেশ সচেতনতামূলক বিষয়ে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সংস্থার পক্ষ হইতে সম্পাদক পঞ্চানন ব্যানার্জী, সহ সম্পাদিকা বাসন্তী ব্যানার্জী, আলাপন ব্যানার্জী, পরিতোষ হালদার, সুনীল মন্ডল, সুব্রত চট্টোপাধ্যায় সহ সংস্থার অন্যান্য সদস্যরা দীর্ঘপথ অতিক্রম করে হাজির হয় বন্যায বিধস্ত ঘাটালবাসীর কাছে। একে একে ২০০ জনের হাতে তুলে দেওয়া হয় চিঁড়ে, গুড়, নতুন পোষাক, মুড়ি, ওআরএস সহ অন্যান্য সামগ্রী। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঘাটালের মহকুমা শাসক। বিপদের দিনে এইসব সামগ্রী পেয়ে এলাকাবাসী খুব খুশি। পঞ্চানন বাবু বললেন, সীমিত সামর্থ্য নিয়ে আমরা ঘাটালবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।