নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ– অনুষ্ঠিত হলো ধ্রুবতারা মিউজিক একাডেমির পরিচালনায় বিজয়ার গান-গল্প -আড্ডা শীর্ষক একটি মনোগ্রাহী অনুষ্ঠান ২৭ শে অক্টোবর ২০২৪ তারিখে বর্ধমানের রেনেসাঁতে।
অংশগ্রহণ করেন ধ্রুবতারার সদস্য সদস্যা ও কয়েকজন অতিথি শিল্পী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবতারার অধ্যক্ষ শ্রী প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুরু হয় সদ্যপ্রয়াত তবলা বাদক দেবাশীষ দত্তের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে। যন্ত্রনুসঙ্গে যথাযথ ছিলেন সুদীপ দত্ত, পার্থ দাস ও সনৎ বড়াল।






		









                                    