eaibanglai
Homeএই বাংলায়উপনির্বাচনের আগে শাসকদলে যোগ অন্য দলের শতাধিক

উপনির্বাচনের আগে শাসকদলে যোগ অন্য দলের শতাধিক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সামনেই তালডাংরা বিধানসভা উপনির্বাচন। প্রচারে ব্যস্ত প্রার্থী থেকে শাসক বিরোধী সব রাজনৈতিক দল। প্রাক নির্বাচনের এই আবহের মধ্যেই অনেকটাই শক্তি বৃদ্ধি করে নিল শাসক দল। বিজেপি ও অন্যান্য দল ছেড়ে শতাধিক নেতাকর্মী যোগ দিলো শাসকদলে। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাদের দাবি এসব শাসক দলের নাটক।

প্রসঙ্গত গতকাল রাতে তালডাংরা বিধানসভার সিমলাপালে তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে প্রায় ১৮১ জন নেতাকর্মী তৃণমূলের যোগদান করেছেন। এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ওই অনুষ্ঠানে দলে যোগ দেওয়া নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের চেয়ারম্যান অলকা সেন মজুমদার, উপনির্বাচনের দলীয় প্রার্থী তথা সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতি ফাল্গুনী সিংহ বাবু সহ একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্বরা।

বিজেপি ছেড়ে আসা নেতাকর্মীদের অভিযোগ, উপনির্বাচনে বিজেপি যে প্রার্থী ঘোষণা করেছে সেই প্রার্থী পছন্দ হয়নি। কারণ সে বহিরাগত। বারবার দলকে জানিও কোন কাজ হয়নি। পাশাপাশি তাদের দাবি, বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করার কোন সুযোগ নেই, মানুষের কাজ করতেই তাদের তৃণমূলে যোগ দেওয়া।

অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানায়, বিরোধী শিবিরের নেতাকর্মীরা অনেক আগেই তাদের দলে যোগদানের জন্য আবেদন করেছিল। দলের তরফে অনুমোদন পাওয়ার পরেই ওই সমস্ত নেতাকর্মীদের যোগদান করানো হয়েছে। পাশাপাশি তাদের দাবি, বিজেপি উচ্ছৃঙ্খল দল, জনসমর্থন হারাচ্ছে, তাছাড়া স্থানীয় প্রার্থী না করাতে এলাকার বিজেপির নিচু তলার কর্মীরা আঘাত পেয়েছেন। তাই এই দল বদল।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পুরোটাই তৃণমূলের মিথ্যাচার ও নাটক। বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায়নি। উপনির্বাচনে তাদের জয় নিশ্চিত।

সব মিলিয়ে নির্বাচনের আগে দল বদল নিয়ে শাসক বিরোধী তরজায় সরগরম তালডাংরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments