জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: তৃণমূলে কি নতুন স্লোগানের জন্ম হলো?বিজয়া সম্মেলনীর শেষ বক্তা হিসাবে মঞ্চে তখন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা তরুণ ‘তুর্কি’ নেতা যুবসমাজের আর এক ‘আইকন’ সুদীপ রাহা মাইক্রোফোনে বলে চলেছেন ‘মায়েদের উলুধ্বনি, ভাইয়েদের তালি বাংলা থেকে হবে কংগ্রেস, বিজেপি, সিপিএম খালি’। ওদিকে দর্শকাসন থেকে তালে তালে শোনা যাচ্ছে মায়েদের উলুধ্বনি, ভাইয়েদের তালি। কর্মীদের এই প্রতিক্রিয়া বলে দিচ্ছে আগামীদিনে ‘খেলা হবে’-র মতই জনপ্রিয় হতে চলেছে এই স্লোগান।
প্রসঙ্গত দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে ৩০ শে অক্টোবর আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনএইচ – ২ বি সড়কের উপর অবস্থিত বড়ো চৌমাথা সংলগ্ন মাঠে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। নিজের বক্তব্যে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করার পাশাপাশি সুদীপ রাহা এই স্লোগানটি দেন। তার প্রতিটি বক্তব্য উপস্থিত দলীয় কর্মীরা হাততালি দিয়ে সমর্থন করেন।
এর আগে অনুষ্ঠানে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পঞ্চাশ সহস্রাধিক ভোটে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান জানান এবং এখন থেকেই এই কেন্দ্রের প্রত্যেক তৃণমূল কর্মীকে ঘরে ঘরে প্রচারের জন্য জোর দেন।
অন্যান্যদের কণ্ঠেও একই সুর শোনা যায়।
সংক্ষিপ্ত ভাষণে তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার যখন বলেন, আমাদের দলে একজনই নেত্রী মমতা ব্যানার্জ্জী, বাকিরা সব কর্মী তখন আবার দলীয় কর্মীরা হাততালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তারা যখন দলীয় কর্মীদের কাছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য আবেদন করছেন তখন মঞ্চে ছিলেন রাজ্য, জেলা, ব্লক থেকে শুরু করে বুথ পর্যায়ের নেতা-কর্মীরা। এটা এক অসাধারণ দৃশ্য! এই সম্মেলনীতে উপস্থিত ছিলেনপূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, বেলি বেগম, দেবব্রত শ্যাম, উৎপল লাহা, তাপস চ্যাটার্জ্জী, কার্তিক পাঁজা, সন্দীপ বাসু, প্রশান্ত গোস্বামী, গার্গী নাহা, দেবু টুডু, রাসবিহারী হালদার, কুশল মুখার্জ্জী, আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার, স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য-সদস্যা সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে আগত অতিথিদের বরণ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন প্রবীণ তৃণমূল কর্মীকে এইদিন সম্মাননা দেওয়া হয়। এইদিন বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। তীব্র গরমকে উপেক্ষা করে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাবণ্য নন্দী ও শিবম দাস। স্বাতী হাজরার সঞ্চালনার গুণে সমস্ত অনুষ্ঠানটি অন্যমাত্রা লাভ করে।