eaibanglai
Homeএই বাংলায়ভিন্ন লিঙ্গের যমজ বাছুরের জন্ম

ভিন্ন লিঙ্গের যমজ বাছুরের জন্ম

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার তালডাংরায় যমজ বাছুরের জন্মের ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে । প্রসঙ্গত গোরুর যমজ বাচ্চা হওয়ার প্রবণতা খুবই কম থাকে। তাই এমন ঘটনা ঘটায় রীতিমতো অবাক স্থানীয় মানুষজন। আর এই বিরল ঘটনার সাক্ষী থাকতে ভিড় জামাচ্ছে এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তালডাংরার হাড়মাসড়া হাসপাতাল মোড়ের বাসিন্দা রাফিয়া বিবির বাড়িতে একটি গোরু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দু’টি বাছুরের জন্ম দেয়। বাছুর দুটির গায়ের রং এবং দেখতে একই রকম হলেও লিঙ্গ কিন্তু আলাদা, একটি এঁড়ে বাছুর এবং অন্যটি বকনা বাছুর। আর এই ভিন্ন লিঙ্গের জন্ম নেওয়ার বিষয়টি আরও বিরল।

এদিকে গোরুটির মালিকের বাড়িতে রীতিমতো আনন্দোৎসব চলছে এই ঘটনাকে কেন্দ্র করে। গৃহকর্ত্রী রাফিয়া বিবি বলেন, “গোরুর যমছ বাচ্ছা হওয়ায় আমরা খুশী, আরও খুশী বাচ্ছা দু’টিও সুস্থ আছে। অন্যদিকে গোরুর যমজ বাচ্ছা দেখতে আসা মানুষকে মিষ্টি মুখ না করিয়ে ছাড়ছেননা গৃহকর্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments