সংবাদদাতা,বাঁকুড়াঃ- চাকরির শেষ দিনটি স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন বাঁকুড়া এলআইসি ব্রাঞ্চের এক আধিকারিক। এলআইসির সকল কর্মী সহ গ্রাহকদের মধ্যাহ্ন ভোজের অভিনব উদ্যোগ নেন তিনি।
এলআইসির ডেভেলপমেন্ট অফিসার মনজিত কুমার মাঝি ১৯৮৮ সালে বাঁকুড়া শাখায় কাজে যোগ দেন। এখানেই কাটে তার দীর্ঘ কর্মজীবন। গত বুধবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। কর্মজীবনের শেষ দিনটিতে সাধারণত সকলে আবেগপ্রবন হয়ে পড়েন। এবং সহকর্মীদের দেওয়া শুভেচ্ছা ও উপহারকে সঙ্গী করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু মনজিতবাবু জানান তাঁর বরাবরের ইচ্ছে ছিল সেবামূলক কোনো কাজের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে। তাই লাঞ্চ ক্লাবের সদস্য মনোজিতবাবু, লাঞ্চ ক্লাবের সহযোগিতায় এদিন এলআইসি অফিসের সমস্ত কর্মীবৃন্দ, এজেন্ট, গ্রাহক ও এলআইসি অফিসের চত্বের আসা মানুষ জনকে একবেলা ভরপেট খাওয়ানোর উদ্যোগ নেন। সেই মতো এদিন সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছিল। এই সময়ে এলআইসি অফিস চত্বরে আসা সকলের হাতে তুলে দেওয়া হয় লাঞ্চের থালা। যাতে ছিল রুটি তরকারি ও বোঁদে।
এই আয়োজনের জন্য আনা হয়েছিল রুটি তৈরি করার বিশেষ মেশিন, যা দিয়ে ঘন্টায় ২০০ টি করে রুটি তৈরি করা হয়। অন্যদিকে মনজিতবাবুর এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন সাধারণ মানুষ থেকে এলআইসির কর্মীবৃন্দ সকলে।