সংবাদদাতা,আসানসোলঃ- দুই প্রতিবেশীর বিবাদের জেরে প্রকাশ্যে চলল গুলি। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমে এক জনকে আটক করেছে পুলিশ।
কুলটির শীতলপুর ৪ নম্বর এলাকায় পাশাপাশি থাকেন কালীচরণ রাম ও সঞ্জীব শর্মা। সঞ্জীব শর্মা পেশায় পুরোহিত। স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুরে বাড়ির বাইরে ভিজে কাপড় মেলেছিলেন কালীচরণ রামের স্ত্রী রাজকুমারী। সেখানে সঞ্জীব শর্মার ছেলে সিন্টু শর্মার বাইক রাখা ছিল। ভিজে কাপড়ের জল পড়ে বাইক ভিজে যাওয়ায় সিন্টু, রাজকুমারীকে কাপড় সরিয়ে নিতে বললে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় সিন্টু প্রতিবেশী রাজকুমারী দেবীর উপর লাঠি নিয়ে চড়াও হয়। এমনকি তার চিৎকারে কালীচরণ রাম তাকে বাঁচাতে গেলে তাকেও লাঠি দিয়ে মারধর করেন সিন্টু। দুপক্ষের এই মারামারিতে কালীচরণ ও তার স্ত্রী দুজনেই আঘাত পান। এরপর বাবা মাকে বাঁচাতে এগিয়ে যায় দম্পতির ছেলে আয়ুষ। অভিযোগ, তখনই সিন্টুর বাবা সঞ্জীব শর্মা বাড়ি থেকে পিস্তল হাতে নিয়ে বেরোন এবং আয়ুষকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছোঁড়েন। যদিও গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় অপ্লের জন্য প্রাণে বাঁচেন আয়ুষ। এদিকে গুলির শব্দে স্থানীয়রা ছুটে গেলে আগ্নেয়াস্ত্রটি পাশের জঙ্গলা জমিতে সঞ্জীব ফলে দেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ এবং অভিযুক্ত সঞ্জীব শর্মাকে আটক করে নিয়ে যায়। যদিও আগ্নেয়াস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।