eaibanglai
Homeএই বাংলায়নিজের হাতেই কালীমূর্তি তৈরি করল গুসকরার ক্ষুদে

নিজের হাতেই কালীমূর্তি তৈরি করল গুসকরার ক্ষুদে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: সাংস্কৃতিক জগতে জেঠু সুব্রত শ্যামের পরিচিতি গুসকরা, আউসগ্রামের সীমা অতিক্রম রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ছড়িয়ে আছে। বাবা দেবব্রত শ্যামও সাংস্কৃতিক জগতে সুপরিচিত নাম। দিদি শুচিস্মিতার মত গুসকরা পুরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা বছর চোদ্দর শুচিব্রতও বেড়ে উঠেছে এরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে। লাজুক শুচিব্রত সেভাবে প্রচারের আলোয় আসতে না চাইলেও তাদের বাড়িতে গেলেই তার সৃষ্টির অসংখ্য নমুনা পাওয়া যাবে।

এবার কালীপুজোর আগে বাড়ির ফুলের টবের মাটি নিজের হাতে মূর্তি তৈরি করার উপযুক্ত করে সেটা দিয়েই কোনো ছাঁচ ছাড়াই কিছু কাঠির সাহায্যে শুচিব্রত তৈরি করে ফেলেছে আস্ত একটা কালীমূর্তি। পেশাদার শিল্পীর হাতের তৈরির মূর্তির মত এই মূর্তির মধ্যে অসাধারণ সৌন্দর্যের খোঁজ না পাওয়া গেলেও পাওয়া যাবে একটি বাচ্চা ছেলের ভক্তি ও প্রকৃত আন্তরিকতার স্পর্শ। আপাতত মূর্তিটি তার বাড়ির এককোণে আছে এবং সেখানেই ভক্তি সহকারে সে পুজোও করেছে। প্রসঙ্গত এর আগেও শুচিব্রত মাটি এবং তামার তার দিয়ে দুর্গামূর্তি তৈরি করেছে। বরাবরের মেধাবী ছাত্র শুচিব্রত মনের খেয়ালে এঁকে চলে ছবি। পরিবারের বক্তব্য সাংস্কৃতিক জগতে সে তার দিদি শুচিস্মিতা ও জেঠু সুব্রত শ্যামের ছোঁয়া পেয়েছে। দেবব্রত বাবু বললেন – আমার সন্তান তার জেঠু ও দিদির মত সৃষ্টির আনন্দে মেতে আছে। আমরাও চাই সে নিজের মত করে বড় হোক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments