সন্তোষ কুমার মণ্ডল, রানীগঞ্জ :- অভয়ার বিচার চেয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলনরত চিকিৎসকেরা এবার বিশেষ উদ্যোগ নিলেন। পুলিশ প্রশাসনের সহায়তায় থানা চত্বরেই ব্যবস্থা করলেন স্বাস্থ্য শিবিরের।
শুক্রবার রানীগঞ্জ থানার নাগরিক কমিটির পক্ষ থেকে ও সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের উদ্যোগে থানা চত্বরে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । যেখানে রানীগঞ্জের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর প্রায় ১৭ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। শিবিরে চোখ, কান, গলা, অস্থি বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, শিশু চিকিৎসা, হৃদরোগ বিশেষজ্ঞ সহ প্রায় সমস্ত বিভাগের চিকিৎসকরা পরিষেবা প্রদান করেন। তার সাথে ইসিজি, সুগার ও রক্তের চাপ সহ বেশ কয়েকটি পরীক্ষা বিনামূল্যে করা হয়। একই সাথে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এই বিশেষ স্বাস্থ্য শিবির থেকে।
এদিনের এই বিশেষ স্বাস্থ্য শিবিরে পরিষেবা গ্রহন করতে হাজির হয়েছিলেন প্রায় আড়াইশো জন নাগরিক। প্রসঙ্গত উল্লেখ্য এদিনের এই কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ও সমগ্র চিকিৎসা পরিষেবা সুচারু ভাবে সম্পন্ন করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, রানীগঞ্জের প্রসিদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠান রানীগঞ্জ রয়েল কেয়ার হাসপাতালের অন্যতম কর্ণধার তাপস তেওয়ারি ও তার মেডিক্যাল টিম।