eaibanglai
Homeএই বাংলায়আগামী সপ্তাহেই বঙ্গে শীতের আমেজ!

আগামী সপ্তাহেই বঙ্গে শীতের আমেজ!

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে গত সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। আবহাওয়া দপ্তরের মতে বর্ষাও বিদায় নিয়েছে রাজ্য থেকে। এখন সবার একটাই প্রশ্ন বঙ্গে শীত আসবে কবে ? যদিও হেমন্ত কাল এখনও শেষ হয়নি। কার্তিক অগ্রহায়ন এই দুই মাস হেমন্ত কাল। এখন সবে কার্তিকের মাঝ। তবে সাধারণত কালীপুজো বা দীপাবলির পর থেকেই হেমন্তের শিশির ভেজা হাওয়ায় হলকা শীত শীত ভাব অনুভুত হয়, যা জানান দেয় শীত আসছে।

এদিকে দানার প্রভাব কেটে গেলেও গরম খুব একটা কমেনি। দিনের বেলা রাস্তায় বেরোলে তীব্র রোদ আর গরমে বেশ অস্বস্তিই হচ্ছে। হাওয়া অফিস বলছে, এ বার এই অস্বস্তি কাটতে চলেছে। কারণ আগামী চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে চলেছে। তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতেও। সে ক্ষেত্রে আগামী সপ্তাহে তাপমাত্রা কমলে শীতের আমেজ অনুভূত হতে পারে বঙ্গে। এমনটাই মনে করা হচ্ছে। যদিও বাংলায় এখনই আনুষ্ঠানিক ভাবে শীত পড়ার সম্ভাবনা নেই। তাতে আরও কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments