সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা। রেলে কাটা পড়ে মৃত্যু হল এক শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আসানসোল স্টেশনে। মৃত যাত্রীর নাম অনিল তেওয়ারি (৬০)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃত ব্যক্তির ময়নাতদন্ত হয়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিহারের বাসিন্দা শারীরিকভাবে প্রতিবন্ধী বছর ৬০ র অনিল তেওয়ারি আসানসোলের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল চারটে নাগাদ আসানসোল-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সময় চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু ট্রেনের গতি বেশী থাকায় তিনি ভারসাম্য হারিয়ে রেল লাইনে পড়ে যান এবং রেলে কাটা পড়েন। ঘটনার কথা জানতে পেরে সেখানে ছুটে যান আরপিএফ ও রেল পুলিশ। সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে উদ্ধার করে আসানসোলের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনার পর পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে যাত্রীদের চলন্ত ট্রেনে চড়া বা নামার চেষ্টা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে ও এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে, আসানসোল ডিভিশনের প্ল্যাটফর্ম এবং বিশেষ পয়েন্টগুলিতে অতিরিক্ত আরপিএফ এবং রেলওয়ে আধিকারিকদের মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।