eaibanglai
Homeএই বাংলায়গাছকে ফোঁটা দিয়ে সচেতনতার বার্তা দুই ছাত্রীর

গাছকে ফোঁটা দিয়ে সচেতনতার বার্তা দুই ছাত্রীর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আজ ভাতৃদ্বিতীয়ার দিনে বোনেরা যখন ভাইদের ফোঁটা দিয়ে মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ব্যস্ত তখন অন্য এক ভাইফোঁটার সাক্ষী থাকল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারের মানুষ। আজকের এই বিশেষ দিনের, শুভ লগ্নে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে রাস্তার ধারে গাছগুলিকে ফোঁটা দিয়ে তাদের সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে পরিবেশ সচেতনতার বার্তা দেয় দুই ছাত্রী রুপলেখা বাগলী ও সোনালী নন্দী। পাশাপাশি গাছেদের মঙ্গল কামনায় ও সাধারণকে এই বিষয়ে সচেতন করতে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করে দুই ছাত্রী।

দুই ছাত্রী জানায়, গাছ মানুষের বন্ধু হয়ে ছায়া, অক্সিজেন, বৃষ্টি থেকে শুরু কতকিছু দান করে চলেছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানব জাতিকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। অথচ বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হতে হচ্ছে এই গাছগুলিকে। তাদের কথা না ভেবে শুধু নিজেদের কিছু সার্থ সিদ্ধির জন্য় গাছে পেরেক পুঁতে বিজ্ঞাপন দিয়ে চলেছে মানুষজন। এছাড়া বিশ্বজুড়ে উন্নয়নের নামে বৃক্ষছেদন তো চলছেই। তাই মানুষ যাতে এই স্বার্থপর অমানবিক ঘটনা থেকে বিরত থেকে গাছকে রক্ষা করে পরিবেশ তথা মানব জাতিকে রক্ষা করে, সেই বিষয়ে বার্তা দিতেই তাদের এই অভিনব উদ্যোগ বলে জানায় রুপলেখা ও সোনালী। অন্যদিকে দুই ছাত্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। পাশাপাশি দুজনের এই অভিনব উদ্যোগে মুগ্ধ পরিবেশ সচেতন মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments