সংবাদদাতা,বাঁকুড়াঃ– সম্প্রতি খাতড়া শহরে এক মহিলা হোটেল ব্যবসায়ীর উপর দুষ্কৃতী আক্রমণের অভিযোগ ওঠে। পরে ওই মহিলার মৃত্যু হয় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবার ওই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে খাতড়া শহরে বনধের ডাক দিল আদিবাসী একতা মঞ্চ,ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ অন্যান্য আদিবাসী সংগঠন গুলি। সোমবার সকাল ছ’টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে।
রবিবার সকাল থেকে এই বনধের সমর্থনে শুরু হয় শহর জুড়ে প্রচার। খাতড়া শহরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধ পালন করবেন বলে আশা প্রকাশ করেন বনধ আহ্বায়করা। অন্যদিকে বনধে দোকান পাট বন্ধ থাকলেও শহরের জরুরী পরিষেবা ও যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছেন বনধ আহ্বায়করা।