নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভাইফোঁটার দিন বোনের বাড়ি ফোঁটা নিতে যাওয়ার পথে ছিনতাই হয়ে গেল সোনার গহনা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রান্তিকা বাস স্ট্যান্ডে।
গতকাল ভাইফোঁটার দিন রানীগঞ্জের বাসিন্দা কাজল চৌধুরী তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দুর্গাপুরে এসেছিলেন বোনের বাড়ি ফোঁটা নিতে। এদিন সকালে রানীগঞ্জ থেকে বাস করে বেনাচিতি পৌঁছন তিনি। প্রান্তিকা বাস স্ট্যান্ডে নেমে ছেলেরা ডাবের জল খাওয়ার বায়না করলে একটি ডাবের দোকানে সামনে পরিবারের সকলে মিলে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি টোটো এসে তাদের পাশে দাঁড়ায় ও চালক, তারা কোথায় যাবেন জিজ্ঞাসা করেন। কাজলবাবু ইস্পাতনগরীর নির্দিষ্ট এলাকায় যাওয়ার কথা বললে টোটো চালক রাজি হয়ে যান ও টোটোয় বসতে বলেন। সেই মতো কাজল বাবুর স্ত্রী টোটোয় উঠে বসেন। সেই সময় এক মহিলা হঠাৎ করে তার পাশে বসে পড়েন। তিনি কোথায় যাবেন জিজ্ঞাসা করাতে তিনি টোটো থেকে নেমে চলে যান। এরই মধ্যে কাজলবাবুর স্ত্রী সমাপ্তী দেবী লক্ষ্য করেন তার ব্যাগের চেন খোলা এবং ব্য়াগের ভিতরে থাকা গয়নার ছোট ব্যগটিও উধাও। সমাপ্তী দেবী জানান ব্যাগে সোনার লকেট সহ একটি চেন ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। এছাড়াও ১০০ টাকার একটি নোট ছিল।
নিমেষের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় হতবাক হয়ে যায় পুরো চৌধুরী পরিবার। দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে। ওই সন্দেহভাজন মহিলার সন্ধানে খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।