eaibanglai
Homeএই বাংলায়কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর দুর্গাপুর

কুয়াশার চাদরে ঢাকা পড়ল শহর দুর্গাপুর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু তাপমাত্রা বিশেষ না কমলেও সোমবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর দুর্গাপুর। বেলা বাড়লেও কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মেলেনি। ফলে শহরের পথে ঘাটে দৃশ্যমানতা অনেকটাই কম। দৃশ্যমানতা কম থাকায় জিটি রোডে গাড়ি চলাচলের গতি কিছুটা কমেছে।

এদিন সকালে পথে প্রাতঃভ্রমণকারীদের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম চোখে পড়েছে। পথঘাট ছিল প্রায় শুনশান । তবে ঘন কুয়াশার মধ্যেই কচিকাঁচাদের স্কুলে যেতে দেখা গেছে। প্রসঙ্গত কালীপুজোর ছুটির পর এদিনই খুলেছে শহরের স্কুলগুলি। পাশাপাশি শিল্পশহরের শ্রমিক শ্রেণীকে দেখা যায় ঘন কুয়াশার চাদর ভেদ করে কারখানামুখী হতে।

এদিকে হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে ,সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না আগামী কয়েক দিন। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। আগামী পাঁচদিন একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিছু জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালের দিকে থাকবে।

এদিকে এই আবহাওয়ায় হেমন্তের সকালে বছরের প্রথম শীতের আমেজ পেল শহরবাসী। এদিনের ঘন কুয়াশা অনেককেই মনে করিয়ে দিয়েছে শৈল শহর দার্জিলিংয়ের কথা। এমন কুয়াশা ঘেরা পথ ঘাট মাঠের দৃশ্য দেখতে মোটা টাকা ব্যয় করে শৈল শহরে পাড়ি দেন প্রকৃতিপ্রেমী মানুষজন। এবার পাহাড়ের সেই ছবি ধরা পড়ল খোদ শিল্প শহরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments