নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামনব্রিজ এলাকার হ্যানিম্যান সরণী সংলগ্ন কালী মন্দিরে চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল। নগদ, প্রতিমার সোনা রূপার গহনা ও বাসন সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে অভিযোগ।
মন্দিরের সেবাইত বলরাম মুখার্জী জানান মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই মন্দিরে পুজো করতে এসেছিলেন। মন্দিরের সদর দরজায় তালাও লাগানো ছিল। তালা খুলে মন্দিরে ঢুকে তিনি দেখেন সমস্ত জিনিস পত্র ছড়ানো ছেটানো। প্রণামী বাক্স ভাঙা, মায়ের গা থেকে সমস্ত গয়নাও উধাও। পাশাপাশি মন্দিরের একটি দেওয়ালের বড় অংশ জুড়ে ফুটো। জানা গেছে কালীপুজো উপলক্ষ্যে মাতৃ প্রতিমাকে সোনা রূপার গয়নার সাজানো হয়েছিল।
ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে মন্দির চত্বর থেকে একটি লোহার রড ও কোদাল উদ্ধার নিয়ে যান তারা।
অন্যদিকে স্থানীয়দের দাবি এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বছর দুয়েক আগে মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা চুরি গেছিল। কিন্তু এদিনের মতো দুঃসাহসিক চুরির ঘটনা আগে কখনও ঘটেনি। মন্দিরের নিরাপত্তার পাশাপাশি ঘটনার দ্রুত কিনারার দাবি জানিয়েছে এলাকাবাসী।