eaibanglai
Homeএই বাংলায়ভক্তদের হাতে তুলে দেওয়া হলো ছট পুজোর সামগ্রী

ভক্তদের হাতে তুলে দেওয়া হলো ছট পুজোর সামগ্রী

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, পূর্ব বর্ধমান-: একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার সভাপতি বাবলু সাহানি ও সদস্য চেঙ্গিস খানের সক্রিয় উদ্যোগে ছট পুজোর প্রাক্কালে বর্ধমান শহরের ভাঙাকুঠি এলাকার ‘বর্ধমান সদর বড়াতে কদম ওয়েলফেয়ার সোসাইটি’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শহরের কাঁটাপুকুর এলাকার দুই শতাধিক মহিলা ভক্তের হাতে ছটপুজোর সামগ্রী হিসাবে তুলে দেওয়া হয় গম, চিনি, সুজি, ধূপকাঠি এবং ফল হিসাবে আপেল, কলা, গোটা নারকেল ইত্যাদি। পুজোর প্রাক্কালে এইসব সামগ্রী পেয়ে ভক্তরা খুব খুশি।

এইসব সামগ্রী বিতরণের সময় ওই দু’জন ছাড়া তখন সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা অঞ্জু শর্মা সহ মন্নু সাউ, রোহিত গুপ্ত প্রমুখ। অঞ্জু দেবী বললেন, বর্ধমান শহরের বুকে অনেক বিহারী সম্প্রদায়ের মানুষ আছেন। ছট পুজোয় প্রত্যেকেই মেতে উঠবেন। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, ছট পুজো বিহারী সম্প্রদায়ের হলেও বাংলার বৈশিষ্ট্য অনুযায়ী সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই পুজোয় অংশ নিতে দেখা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments