সংবাদদাতা,আসানসোলঃ– ইসিএল কর্তৃপক্ষের হাত থেকে গ্রামের শ্মশান ভূমি বাঁচাতে প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। কলিয়ারির কাজ বন্ধ করে একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। ঘটনা আসানসোলের সালানপুর ব্লকের ডাবর কলিয়ারি সংলগ্ন সামডি গ্রামের।
অভিযোগ সামডি গ্রামের একমাত্র শ্মশান ভূমি দখল করে নিয়ে কয়লা উত্তোলন করতে চাইছে ইসিএল কর্তৃপক্ষ। গ্রামবাসীদের দাবি দীর্ঘ দিন ধরে ওই শ্মশানে মৃতদেহ দাহ কর আসছেন তারা। এই শ্মশান ভূমি নষ্ট হয়ে গেলে গ্রামের কয়েক হাজার মানুষ বিপাকে পড়বেন। পাশাপাশি তাদের দাবি শ্মশান ভূমি থেকে কয়লা উত্তোলন করা হলে বদলে পুণর্বাসন দিতে হবে তাদের। নচেৎ শ্মশান ভূমিকে নষ্ট করে কোলিয়ারি কর্তৃপক্ষকে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে না। এমনই দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে সামডি গ্রামের শতাধিক মানুষ শ্মশান সংলগ্ন কোলিয়ারিতে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানান তাদের দাবি মানা না পর্যন্ত তাদের এই আন্দোলন ও বিক্ষোভ চলবে। যদিও এদিন ইসিএলের তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি এবং তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।