eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহাসমারোহে পালিত হচ্ছে ছট উৎসব

দুর্গাপুরে মহাসমারোহে পালিত হচ্ছে ছট উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলেও পালিত হচ্ছে ছট পুজো। ছট পুজো উপলক্ষ্যে শহরের বিভিন্ন জলাশয়গুলি সেজে উঠেছে। এদিন দুপুরের পর থেকেই জলশয় চত্বর গুলিতে ভক্তরা ভীড় জমাতে শুরু করেন। ছট ব্রতীরা গোধূলি লগ্নে অস্তমিত সূর্যের উদ্দেশ্যে পূজা অর্ঘ্য নিবেদন করেন।

প্রতিবারের মতো এবছরও ইস্পাতনগরীর কুমার মঙ্গলম পার্কের জলাশয়ে ছট পুজোর আয়োজন করেছিল দুর্গাপুর ইস্পাত নগরী মহাছট পূজা সমিতি। এদিন সমিতির আহ্বানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়,নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সন অনিন্দিতা মুখার্জী সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো উৎসবের সূচনা করেন আগত অতিথিগত।

এদিন ছট পুজো উপলক্ষ্যে কুমার মঙ্গলম পার্কে প্রায় হাজার ভক্তের সমাগম হয়েছিল। ছটপুজো কমিটির তরফে ভক্তদের জন্য জলাশয় চত্বরে আলোর ব্যবস্থা সহ নানা ব্যবস্থা করা হয়েছিল। আগেই ঘাট পরিস্কারের ব্যবস্থা করেছিল পুরপ্রশাসন। অন্যদিকে এদিনের পুজো ও ভক্তসমাগম ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করেছিল আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments