সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বৃহস্পতিবার কলকাতা থেকে আসানসোলে ছট পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের উষাগ্রামে সিলিকেট ফ্যাক্টরী রোডে রামগুলাম সিং পুকুরে ছটঘাটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র, মেয়র পারিষদ মানস দাস, কাউন্সিলর অনিমেষ দাস, আসানসোল চেম্বার অফ কমার্সের সেক্রেটারি শম্ভুনাথ ঝাঁ সহ প্রমুখেরা।
এদিন ছট পুজো উপলক্ষ্যে তাঁর নিজের লেখা গান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হিন্দি ভাষার সেই গানে ছট মায়ের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির ছবিও ধরা পড়েছে ওই গানে।