সংবাদদাতা,বাঁকুড়াঃ– আসন্ন উপনির্বাচনে এবার বিরোধীদের মূল অস্ত্র আর জি কর প্রসঙ্গ। আর জি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়ছেন না বিরোধীরা। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দলের প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর হয়ে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ড.সুকান্ত মজুমদারের কন্ঠে উঠে এল আর জি কর প্রসঙ্গ। তবে সুকান্তবাবু এদিন দাবি করেন বিজেপি নেতা বলে নয়, আর.জি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাঁর দুই মেয়ে রয়েছে বলে।
এদিন তালডাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে তালডাংরা হনুমান মন্দির থেকে সবজি বাজার পর্যন্ত একটি র্যালিতে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ড.সুকান্ত মজুমদার। র্যালি শেষে তালডাংরা সবজি মার্কেট সংলগ্ন এলাকায় একটি জনসভারও আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন “আমি বিজেপির নেতা নই, একজন অধ্যাপক এবং দুই মেয়ের বাবা হিসেবে বলছি ভোটটা দেওয়ার সময় চিন্তা করে দেখুন। আমি আর.জি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলাম আমি বিজেপি নেতা বলে নয়, আমার বাড়িতে দুটো মেয়ে আছে। আমি যদি প্রতিবাদ না করি, কালকে আমার মেয়ের সাথে যদি কিছু ঘটে যায়, প্রতিবাদ করার নৈতিক অধিকার আমার থাকবে না। বিজেপিই কেবল লড়েছে রাজ্যে নির্যাতনের বিরুদ্ধে। বিজেপিকে ভোট দিয়ে আর জি করের প্রতিবাদ জানান।” তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে নারী নির্যাতন হলে মহিলার বাড়িতে ক্ষতিপূরণের চেক দিতে যাবে না তাঁদের সরকার। বুলডোজার নিয়ে দাঁড়িয়ে থাকবে অপরাধীদের বাড়ির সামনে। উপনির্বাচনে জেতালে হয়তো সরকার বদল হবে না, কিন্তু মানুষজনের প্রতিবাদটা নথিভুক্ত হবে।
এদিন ডঃ সুকান্ত মজুমদারের পাশাপাশি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার প্রমুখ।