সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ছুরি, ছিনতাই, ডাকাতির পাশাপাশি শ্যুটআউটের ঘটনা নতুন কিছু না আসানসোল শহরে। এবার খোদ আদালত চত্বর থেকে হাজত কর্মীর বাইক চুরির চেষ্টা হল। যদিও চুরি করার আগে হাতেনাতে ধরা পড়ে যায় দুষ্কর্মকারী। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার দুপুরে আসানসোল জেলা আদালতে চত্বরে হাজত বিভাগের এক কর্মী প্রদ্যুৎ ঠাকুরের মোটরবাইক পার্ক করা ছিল। দ্বিতীয় শনিবার হওয়ায় আদালতে আইনজীবীদের কাজ বন্ধ থাকায় তেমন লোকজন ছিল না আদালত চত্বরে। সেই সুযোগে এক দুষ্কৃতী আদালত চত্বরে রাখা হাজত কর্মী প্রদ্যুৎ ঠাকুরের মোটরবাইটি মাস্টার চাবি দিয়ে খুলে তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসে আসানসোল আদালতের হাজতের ইনচার্জ মহঃ আমিনুল ইসলামের। সঙ্গে সঙ্গে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম দেবদাস রায়। সে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের পুরুষোত্তমপুরের বাসিন্দা। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে, জেরা করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ।
প্রসঙ্গত প্রতিদিন আসানসোল আদালত চত্বরে আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে শত শত মানুষ ভীড় করে। বহু মানুষের বাইক, স্কুটার পার্ক করা থাকে আদালত চত্বরে। তাই এ বিষয়ে পুলিশ প্রশাসনের আরো নজর দেওয়া দরকার বলে তারা মনে করছনে আদালতে আসা মানুষজন।