eaibanglai
Homeএই বাংলায়রাত পোহালেই রাজ্যের ছ'টি কেন্দ্রে উপনির্বাচন, চলছে প্রস্তুতি

রাত পোহালেই রাজ্যের ছ’টি কেন্দ্রে উপনির্বাচন, চলছে প্রস্তুতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী কাল বুধবার অর্থাৎ রাত পোহালেই রাজ্যের ছ’টি কেন্দ্রের সঙ্গে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে মঙ্গলবার সকাল থেকেই সিমলাপাল মদনমোহন হাই স্কুল ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র গুলিতে পৌঁছে যান দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা এবং ভোট সামগ্রী সংগ্রহ করে তাঁরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দিতে শুরু করেন।

এবার হালকা শীতের মধ্যে হচ্ছে ভোটগ্রহন, ফলে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন ভোট কর্মীরা। এই সময়কাল নিয়েও ভোটকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভোট কর্মীদের কেউ কেউ বলছেন, প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়, শীতকালই ভোটের আদর্শ সময় । আবার অনেকের মতে, শীতের তুলনায় গ্রীষ্মকালই ভোটগ্রহণের ভালো সময়, কারণ দিনের আলো অনেকটা সময় ধরে পাওয়া যায়। পাশাপাশি সঙ্গে করে শীতবস্ত্র নিয়ে যাওয়ার ঝক্কি থাকেনা।

এদিকে এই উপনির্বাচনে একদিকে তৃণমূল নিজেদের গড় যেমন রক্ষায় তৎপর। তেমনই বাম-বিজেপি চাইছে এই বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে নিয়ে ‘২৬-র ভোটের প্রস্তুতি শুরু করতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments