eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়ন নিয়ে সরব মহম্মদ সেলিম

দুর্গাপুরে মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়ন নিয়ে সরব মহম্মদ সেলিম

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এবার দুর্গাপুরের মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়নে দুর্নীতি নিয়ে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। পশ্চিম বর্ধমান জেলায় দলের জেলা সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও নেতাদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার রানিগঞ্জে আসেন তিনি। সেখানেই জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়ন জমা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।

প্রসঙ্গত মঙ্গলবার দুর্গাপুর মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়ন পেশের শেষ দিনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনে মহম্মদ সেলিম এদিন বলেন, “দেখুন না, দুর্গাপুরে মহিলা কো-অপারেটিভের ভোট নিয়ে কি করা হচ্ছে। ভোটে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হলোনা। পুলিশ দিয়ে, লোক নামিয়ে কি না করা হলো।” পাশাপাশি তিনি কটাক্ষের সুরে বলেন, “কো-অপারেটিভ আছে ম্যানেজার নেই। চেয়ারম্যান নেই। স্কুল আছে, ম্যানেজিং কমিটি নেই, হেড মাস্টার নেই । বিশ্ববিদ্যালয় আছে ভিসি নেই। নির্বাচিত সিনেট সিন্ডিকেট নেই। কলেজে নির্বাচিত ছাত্র সংসদ নেই। সবকিছুর সর্বনাশ করে দেওয়া হচ্ছে। কিন্তু মস্তানদের নিজস্ব টিম আছে।”

এরপর তিনি দাবি করেন, আজকের দিনে মানুষের ক্ষোভ বিক্ষোভ দেখে রাজ্য সরকারের বোঝা উচিত। রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা না নিলে রাজ্যের সমুহ বিপদ ও সর্বনাশ। তার সঙ্গে তৃনমুল কংগ্রেসেরও সর্বনাশ কেউ ঠেকাতে পারবেনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments