eaibanglai
Homeএই বাংলায়পেঁয়াজের দামে নাজেহাল আমজনতা,বাজারে হানা টাস্ক ফোর্সের

পেঁয়াজের দামে নাজেহাল আমজনতা,বাজারে হানা টাস্ক ফোর্সের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– উৎসবের মরশুম শেষ হয়ে গেলেও এখনও পেঁয়াজের চড়া দামে নাজেহাল আম জনতা। আসানসোল, বার্নপুর শহর সহ শিল্পাঞ্চলের বাজারগুলিতে এই মুহুর্তে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নির্দেশে আসানসোল ও বার্ণপুরের সবজি বাজারে হানা দিলো পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স। জেলা টাস্ক ফোর্সের সদস্যরা এদিন বাজারে বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। সকলের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করেন বাজারে এই মুহুর্তে আলু, পেঁয়াজ সজ অন্য সবজির বাজার দর কেমন এবং ক্রেতাদের কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

পরে এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এ্যাগ্রি মার্কেটিংয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর দিলীপ মণ্ডল বলেন, জেলাশাসকের নির্দেশে এগ্রি মার্কেটিং সহ জেলা টাস্ক ফোর্স আসানসোল ও বার্নপুরের বাজার পরিদর্শন করেছে। বাজারে দেখা গেছে, আলু সহ অন্যান্য সবজির দাম বেশ কিছুটা হলেও কমেছে। দু-একটা সবজির দাম এখনো বেশি আছে। তবে পেঁয়াজের দাম এখনো অনেকটাই বেশি আছে। শীতের সবজি বাজারে আস্তে আস্তে আসছে। আশা করা হচ্ছে, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সব সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমবে।

যদিও বাজারা আসা ক্রেতা বিক্রেতারা এদিন জানান, সবজির দাম এখনো অনেকটাই বেশি আছে। বেশিরভাগ সবজি কমবেশি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু কেউ কম পরিমাণে তা কিনলে বেশি দাম নেওয়া হচ্ছে। এটা প্রশাসনের দেখা উচিত বলে তারা দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments