সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের কেলেজোড়া গ্রামে একটি কাঠের মিলে হানা দিয়ে প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করল বনদপ্তর। সোমবার গভীর রাতে ওই মিলে হানা দেওয়া হয় এবং মঙ্গলবার সাকালে বনদপ্তরের গাড়িতে করে ওই মিলের কাঠ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বনদপ্তরের বারাবনির সরিষাথলির বিট অফিসার সুমন্ত দাস জানান, মিলের মালিক তার মিলে মজুদ কাঠের কোন বৈধ কাগজ বা নথি দেখাতে পারেননি। যে কাঠ পাওয়া গেছে, তাতে বন দপ্তরের যে চিহ্ন থাকে, তা নেই। এগুলো সব প্রাইভেট কাঠ। যা বেআইনি। তাই সমস্ত কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কত পরিমাণ কাঠ এদিন বাজেয়াপ্ত করা হয়েছে, তা বিট অফিসার বলতে পারেননি। তিনি বলেন, মাপ করে তা বলা যাবে। তবে কাঠের মিলটি বৈধ তার লাইসেন্স রয়েছে।
জানা গেছে, মিলের মালিকের নাম শেখ আসগার। তার এই মিলটি অন্য একজনকে লিজে চালানোর জন্য দিয়েছেন। তবে তিনি বন দপ্তরের এই হানা নিয়ে কোন মন্তব্য করেননি।