eaibanglai
Homeএই বাংলায়এবার ট্যাব কাণ্ড নিয়ে রাজ্যকে দুষলেন দিলীপ ঘোষ

এবার ট্যাব কাণ্ড নিয়ে রাজ্যকে দুষলেন দিলীপ ঘোষ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবার ট্যাব কাণ্ডে রাজ্যকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিতে আসানসোলে এসে নানা ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করেন তিনি। তিনি দাবি করেন রাজ্যে লুঠের কম্পিটিশন চলছে।

এদিন বার্ণপুর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির তরফে সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছিলো। সেখানে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন দিলীপবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “উনি কি সামলাবেন বুঝে উঠতে পারছে না । দল সামলাবেন না, দুর্নীতি সামলাবেন, নাকি রাজ্য। সরকারি টাকা লুঠ করা হচ্ছে। প্রকল্পের নাম বদল করা হচ্ছে। আবাসন, শৌচালয় তৈরি থেকে এখন স্কুল পড়ুয়াদের ট্যাব। এই সরকারের আমলে কোথায় না দুর্নীতি হচ্ছে? এখন বলা হচ্ছে সাইবার অপরাধ।”

এদিন আসানসোলের বিতর্কিত রূপনারায়াণপুর টোল প্লাজার বিষয়টিকে টেনে তিনি বলেন, “বিভিন্ন জায়গায় এই রকম ঘটনা ঘটছে। নকল রশিদ ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে নেতানেত্রী সবাই সেট। সব জায়গায় দুর্নীতি তো হচ্ছে। এই সরকারের রাজত্বে কাটমানি ছাড়া সাধারণ মানুষ কোন সরকারি পরিষেবা পাবেননা।” এর পাশাপাশি জামুড়িয়ার বহু কারখানার অবৈধ ভাবে জমি দখল বা নদী চুরির অভিযোগ নিয়েও সরব হন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ” যখন কারখানা তৈরি হয়েছিল তখন একবার পুরনিগম টাকা নিয়েছে। আবার এখন জরিমানা করে টাকা নেবে। জরিমানা করলেই অবৈধটা বৈধ হয়ে যায় না।”

উল্লেখ্য, এদিন সকালে দিলীপ ঘোষ আসানসোল শহরের জিটি রোডের একটি পার্কে প্রাতঃভ্রমণ করেন। পরে তিনি আসানসোল জিটি রোডের বাজার সংলগ্ন দলের অফিসে যান। সেখানে দলের নেতাদের সঙ্গে চা চক্রে অংশ নেন। এরপর তিনি পৌঁছে যান বার্ণপুর বাসস্ট্যান্ডে। সেখানে দলের তরফে সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছিলো। এদিন সারাদিন ধরে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি ও রানিগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেন দিলীপবাবু। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments