নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ দেশ জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানকের ৫৫৫ তম জন্মজয়ন্তী। শিখ ধর্মের প্রথম ধর্মগুরু গুরুনানক ১৪৬৯ খ্রিস্টাব্দে তালভান্দিতে ( বর্তমান নানকানা সাহেব ,পাকিস্থান) জন্মগ্রহণ করেন। এই দিনটি শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য দিনগুলির মধ্যে একটি।
গুরু নানক জয়ন্তী গুরু পরব, গুরু নানক প্রকাশ উৎসব নামেও পরিচিত। এই দিনটি উদযাপিত হয় শিখ ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সুসজ্জিত শোভাযাত্রা এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে। এদিন দুর্গাপুরেও পালিত হয় এই বিশেষ দিনটি। বেলা আড়াইটে নাগাদ বেনাচিতি গুরুদুয়ার থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের মার্সাল আর্ট এবং বহুবিধ কুচকাওয়াজ।
দুর্গাপুরের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলেও পালিত হয় শিখ সম্প্রদায়ের এই বিশেষ দিনটি। এদিন বিকেলে আসানসোল শহরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। প্রসঙ্গত গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে গত তিনদিন ধরে আসানসোলের ইসমাইলের গুরু নানক হাইস্কুলে পুজোর আয়োজন করা হয়েছিলো। এদিন সেখানে উপস্থিত হন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ শহরের বিশিষ্ট জনেরা। এদিন বিকেল তিনটের পরে গুরু নানক হাইস্কুল থেকে শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রা এসবি গরাই রোড, জিটি রোড হয়ে মুর্গাশোলের রামবন্ধু তলাওয়ে গুরুনানক নগরে গুরুদুয়ারাতে শেষ হয়।
শুধুমাত্র গুরু নানকের জীবন ও শিক্ষার স্মরণ করা নয় বরং শিখ দর্শনের ভিত্তিকে আর মজবুত এবং সুদৃঢ় করতে একতা, সমতা এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধকে প্রচার করাই গুরুনানক জন্মজয়ন্তীর মূল উদেশ্য বলে জানান শিখ সম্প্রদায়ের মানুষজন।