eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার স্কুলে ডায়াবেটিস নিয়ে সচেতনতা শিবির

বাঁকুড়ার স্কুলে ডায়াবেটিস নিয়ে সচেতনতা শিবির

সৌমি মন্ডল, খাতড়া, বাঁকুড়া-: গত ১৪ ই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। বর্তমান যুগে সবচেয়ে বিপজ্জনক রোগ হলো ডায়াবেটিস – সাইলেণ্ট কিলার। মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করার জন্য খাতড়ার কাশিপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে ডায়াবেটিস নিয়ে একটি সচেতনতা শিবির ও একটি রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে দু’শতাধিক মানুষের রক্ত পরীক্ষা করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সনামধন্য চিকিৎসক ও সমাজসেবী ডা. অমিতাভ চট্টরাজ, বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক) অসিত বরণ মন্ডল, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ভক্ত রঞ্জন পাত্র, খাতড়া মহকুমা বিভিন্ন বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকা মান্নান হোসেন, শান্তিরাম মন্ডল, চন্দনা সাউ, সুরজিৎ ষন্নিগ্রাহী, লব কিশোর কর্মকার সহ আরও অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের দু’জন কর্মী অর্ক মিত্র ও নিমাই ভট্টাচার্য, রক্তদাতা আন্দোলনের বিশিষ্ট উদ্যোক্তা?ও কর্মকর্তা নিমাই চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার বারিক প্রমুখ। ডায়াবেটিস কী, কেন হয় ও তার প্রতিকার নিয়ে বিশদ ব্যাখ্যা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. অমিতাভ চট্টরাজ। তিনি বলেন ডায়াবেটিস এমন একটা রোগ যা একটি মানুষকে সব দিক থেকে শেষ করে দিতে পারে। আক্রান্ত ব্যক্তি সচেতন নাহলে ধীরে ধীরে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলির কার্যকারিতা নষ্ট হতে থাকে। তাই আমাদের প্রথম থেকেই খাদ্যাভ্যাস ঠিক করা একান্ত জরুরী। তিনি বলেন টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত শরীরচর্চা, সঠিক সময়ে খাদ্যগ্রহণ, পরিমিত খাবার খাওয়া ও মানসিকভাবে শান্তিতে থাকা প্রয়োজন। বিশ্বের মধ্যে ভারতবর্ষে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন যদি আমরা এই শিশু বয়স থেকেই সচেতন হতে পারি তাহলে আগামী দিনে আমাদের ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বিদ্যালয়ের এই ধরনের একটি বিষয় নিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগে খুশি বলেও জানান। এদিন শিবিরে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক তথা মহকুমার কোঅর্ডিনেটর ও আজকের শিবিরের উদ্যোক্তা তপন কুমার প্রহরাজ রচিত ডায়াবেটিস সংক্রান্ত একটি বইয়ের উদ্বোধন করেন ডা. অমিতাভ চট্টরাজ। আজকের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার সেনগুপ্ত। শিশুদিবস উপলক্ষ্যে এদিন উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে একটি করে চকলেট তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তব্য, এই শিবির থেকে তারা ডায়াবেটিস সম্পর্কে অনেককিছু জানতে পেরেছে। আগামীদিনে তারা ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলার পাশাপাশি অন্যান্যদেরও সচেতন করবে। ডায়াবেটিস মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক তপনবাবুর আন্দোলনেও তারা সামিল হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments