eaibanglai
Homeএই বাংলায়ট্রেনে নগদ ও সোনার গহনা সহ খোয়া যাওয়া যাত্রীর ব্যাগ উদ্ধার রেলপুলিশের

ট্রেনে নগদ ও সোনার গহনা সহ খোয়া যাওয়া যাত্রীর ব্যাগ উদ্ধার রেলপুলিশের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হল নগদ টাকা ও সোনার গহনা সহ রেল যাত্রীর হ্যান্ড ব্যাগ। ব্যাগের মধ্যে নগদ ১১ হাজার টাকার পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গয়না ছিলো।

জানা গেছে, বিহারের আরার বাসিন্দা পঙ্কজ কুমার প্রভাকর ও তার স্ত্রী প্রিয়া দেবী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেওঘর যাচ্ছিলেন। প্রথমে তারা আরা থেকে ট্রেনে পাটনায় পৌঁছন এবং সেখান থেকে পূর্বা এক্সপ্রেসে ওঠেন দেওঘর যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর প্রিয়াদেবী লক্ষ্য করেন তার হ্যান্ডব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি ট্রেনের সকলকে জানানোর পাশাপাশি আসানসোল রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পঙ্কজ কুমার। পরে আসানসোল রেল পুলিশ জানায়, তারা একটি ব্যাগ পেয়েছে এবং ব্যগটি ভিডিও কলের মাধ্যমে প্রভাকর ও তার স্ত্রীকে দেখান। ব্যাগটি তাদের বলে চিহ্নিত করেন প্রভাকর দম্পতি। পরে আসানসোল রেল স্টেশনে ওই ব্যাগ প্রভাকর দম্পতির হাতে তুলে দেয় রেল পুলিশ। স্বাভাবিক ভাবেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে টাকা ও গয়না সহ নিজের হ্যান্ডব্যাগ ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন দম্পতি এবং রেল পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

অন্যদিকে আসানসোল রেল পুলিশের তরফে জানানো হয়, হারানো প্রাপ্তি অভিযানেই ওই ব্যাগ উদ্ধার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments