eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু হল "রাষ্ট্রীয় আর্ট ক্রাফট এক্সপো ২০২৪"

আসানসোলে শুরু হল “রাষ্ট্রীয় আর্ট ক্রাফট এক্সপো ২০২৪”

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল পোলো গ্রাউন্ডে শুরু হল “রাষ্ট্রীয় আর্ট ক্রাফট এক্সপো ২০২৪”। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হ্যান্ডলুম ও হস্তশিল্পের এক লক্ষেরও বেশি অনন্য সামগ্রী এই এক্সপোতে প্রদর্শিত হয়েছে। বিশেষ আকর্ষণ হিসাবে, হ্যান্ডলুম সামগ্রী কেনাকাটায় ২০% ছাড়ও পাওয়া যাবে । এমনটাই জানা গেছে আয়োজকদের তরফে। প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে এক্সপো চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত । শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই রাষ্ট্রীয় আর্ট ক্রাফট এক্সপোর উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় । তিনি জানান এই এক্সপো আসানসোলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি এনে দেবে।

এক্সপোর আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম কাপড় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই এক্সপোতে পাঞ্জাবের আকর্ষণীয় শাল, কাশ্মীরি উলের পোশাক সহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হয়েছে। এছাড়া, এখানে হস্তশিল্পের নানা ধরনের শো-পিস এবং ঘর সজ্জার সামগ্রীও কেনার সুযোগ রয়েছে।

উদ্যোক্তারা মনে করছেন, এই প্রদর্শনী স্থানীয় ব্যবসা এবং পর্যটন শিল্পের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এক্সপোটি শুধু কেনাকাটার ক্ষেত্রেই নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments