eaibanglai
Homeএই বাংলায়দুই প্রতিবেশীর বিবাদের জেরে চলল গুলি, ঝরল রক্ত, জখম তিন

দুই প্রতিবেশীর বিবাদের জেরে চলল গুলি, ঝরল রক্ত, জখম তিন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠলো আসানসোলের কুলটি থানার বরাকরের মনবেড়িয়া এলাকা । কথা কাটাকাটি রূপ নিল মারামারিতে। ঝরল রক্ত, প্রকাশ্যে চলল গুলি। ঘটনায় জখম হন উভয় পক্ষের তিনজন।

জানা গেছে, কুলটি থানার বরাকরের মনবেড়িয়া এলাকার বাসিন্দা দুই প্রতিবেশী আখতার আনসারি ও নইম ছামাড়িয়া, এই দুই পরিবারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। স্থানীয়রা জানান রবিবার সকাল থেকে ওই জমি নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তরজা শুরু হয়। ক্রমে কথা কাটাকাটি হাতাহাতিতে পৌঁছয়। বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন দুই পরিবারের মহিলারাও। অশান্তি এমন জায়গায় পৌঁছায় যে, প্রকাশ্য রাস্তায় লাঠি ও তলোয়ার নিয়ে দুই পরিবারের সদস্যরা একে অপরকে আক্রমণ করেন। যা দেখে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। নইম ছামাড়িয়া পরিবারের অভিযোগ, চামড়ার ব্যবসায়ী আখতার আনসারির বাড়ি থেকে গুলি চালানো হয়। যদিও কাউকে লক্ষ্য করে ওই গুলি ছোঁড়া হয়নি। শূন্যে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি । অন্যদিকে লাঠি ও ধারাল অস্ত্রের আঘাতে দুই পরিবারের তিন জন জখম হন।

দুই পরিবারের বচসা, মারামারি এবং গুলি চালানোর খবর পেয়ে কুলটি থানা ও বরাকর ফাঁড়ি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ও বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনকে আটক করা হয়। পাশাপাশি যে তিনজন এই ঘটনায় আহত হন, তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গুলি চালানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা বলেন, “পারিবারিক একটা গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছিলো। গুলি চলেছে কি না সেটা তদন্তসাপেক্ষ।” পরে অবশ্য জানা যায়, কুলটি থানার পুলিশ একটি বন্দুক এবং একটি রাইফেল উদ্ধার করেছে।

অন্যদিকে পরে আবার অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন আহত পরিবারের সদস্যেরা। যা নিয়ে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments