সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– প্রতিবছরের মতো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলের বারাবনির পানুরিয়া ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল ১৪ তম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় নকআউট ফুটবল টুর্নামেন্টের। রবিবার সেই টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে জয়ী হল উত্তরবঙ্গের কার্শিয়াং ইউনাইটেড স্পোর্টস।
প্রসঙ্গত এই ফুটবল টুর্নামেন্ট গত ১০ নভেম্বর শুরু হয়েছিল আটটি টিমকে নিয়ে । রবিবার ফাইনালে মুখোমুখি হয়েছিল আসানসোল নীলাঞ্জনা একাদশ ও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কার্শিয়াং ইউনাইটেড স্পোর্টস। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই কোন গোল করতে পারেনি। খেলার ফয়সালার জন্য ট্রাইবেকার হয়। তাতে আসানসোলের নীলাঞ্জনা একাদশকে ( ৮-৭) হারিয়ে জয়ী হয় কার্শিয়াং ইউনাইটেড স্পোর্টস।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের নায়িকা পূজা বন্দোপাধ্যায়। এছাড়াও ফুটবলার মেহতাব হোসেন, জাতীয় মহিলা ফুটবল দলের ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখোপাধ্যায়, আইএফএর সম্পাদক অনির্বাণ দত্ত, বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং, সহ-সভাপতি কেশব রাউত সহ অন্যান্যরা।
এদিন জয়ী ও রানার আপ দুই দলের হাতে পুরষ্কারের ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি দুই দলকে আর্থিক পুরষ্কারও দেওয়া হয়।