সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল সিবিআই আদালতে আগামী ২৫ নভেম্বর বহু চর্চিত কয়লা পাচার মামলায় চার্জ গঠনের নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। পাশাপাশি সেদিন সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এই মামলার অভিযুক্তদের আইনজীবী ও সিবিআইয়ের আইনজীবীর সওয়াল-জবাবের পর এই নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিলো। উল্লেখ্য, ২০২০ সালের ২৭ নভেম্বর কয়লা পাচার মামলায় প্রথম অভিযোগ দায়ের করেছিল সিবিআই। এখনো পর্যন্ত এই মামলায় সিবিআই আসানসোলের আদালতে তিনটি চার্জশিট ( প্রথম ২০২২ সালের ১৯ জুলাই, দ্বিতীয় ২০২৩ সালের ২০ মে ও তৃতীয় ২০২৪ সালের ৩ জুলাই) জমা দিয়েছে। এই চার্জশিটগুলিতে সিবিআই সবমিলিয়ে ৫০ জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে। তার মধ্যে বিনয় মিশ্র এখনো ফেরার । অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন । অর্থাৎ বাকি ৪৮ জনের নামে চার্জশিট গঠন করা হয়েছে।