eaibanglai
Homeএই বাংলায়কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালতে পেশ করানো হল কুখ্যাত গ্যাংস্টারকে

কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালতে পেশ করানো হল কুখ্যাত গ্যাংস্টারকে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার শাখায় ডাকাতির ঘটনায় আসানসোল আদালতে পেশ করানো হল বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এদিন তাকে প্রিজন ভ্যানে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল আদালতে আনা হয়। পাশাপাশি ডাকাতির ঘটনায় সুবোধ সিংয়ের আর এক সঙ্গী সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়া ঠাকুর নবরঙ্গ সিং এদিন সশরীরে আদালতে হাজিরা দেন। বিচারক অরুপ রায়ের এজলাসে এদের দুজনকেই শনাক্ত করেন তৎকালীন ওই শাখার অপারেশন ম্যানেজার শুভদ্বীপ কোনার। পাশাপাশি ডাকাতির ঘটনার যুক্ত আরও চারজনকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল ও বিহারের বেউর জেলে শনাক্ত করেন। চন্দননগরে অন্য একটি ডাকাতির ঘটনায় সুবোধ সিংয়ের দুই সঙ্গী আলিপুর জেলে আছে। বাকি দুজন আছে বিহারের বেউর জেলে।

প্রসঙ্গত বছর সাতেক আগে ( ২০১৭ সালের ২৩ ডিসেম্বর) আসানসোলের বার্ণপুর রোডে কোর্ট মোড় সংলগ্ন বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার শাখায় ডাকাতির ঘটনা। ডাকাতরা সংস্থার লকার খুলে নগদ ও সোনার গয়না সহ প্রায় ১০ কোটি টাকার সামগ্রী লুঠ করে সংস্থার বাইরে রাখা বাইকে চড়ে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে। বিহারের কুখ্যাত “গ্যাংস্টার” সুবোধ সিং ও তার সঙ্গীদের বিরুদ্ধে ওই ডাকাতি করার অভিযোগ ওঠে। প্রথম দিকে এই ঘটনার তদন্ত করছিলো হীরাপুর থানা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল। পরে এর তদন্তভার যায় রাজ্য পুলিশের সিআইডির হাতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments