সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের সামনের দিকে চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ল। অল্পের জন্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডে জসিডি ও শঙ্করপুরের মাঝে ২৭/ই রেল গেটে। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে অল্পের জন্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। অন্যদিকে দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২ টো বেজে ৪০ মিনিটে আসানসোল যাওয়ার পথে ঝাড়খণ্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার পরে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার সময় একটি ট্রাক জোর করে ঢুকে পড়ে। এবং রেললাইনে চলে আসা ট্রাকে ধাক্কা মারে ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জারে ট্রেনটি। যার জেরে ট্রেনের সামনের অংশ লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ঝাঁঝা থেকে আসানসোলের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যহত হয় আপ লাইনের ট্রেন চলাচল। দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মধুপুর থেকেও রেল আধিকারিক ও কর্মীরা পৌঁছন ও ট্র্যাক থেকে ট্রেন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ঘটনা নিয়ে রেলের তরফে বিভাগীয় তদন্ত করা হবে।
অন্যদিকে ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়ায়, তা আসানসোলে আসতে পারেনি। আসানসোলে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কাটাতে এদিন সন্ধ্যে ৫ টা বেজে ২০ মিনিটে একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে চালানো হয়।