eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চলের তিন সেরা পুজো কমিটিকে পুরস্কার ট্রাফিক বিভাগের

শিল্পাঞ্চলের তিন সেরা পুজো কমিটিকে পুরস্কার ট্রাফিক বিভাগের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সেফ ড্রাইভ সেভ লাইফ বা এসডিএসএল’র প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সেরা প্রচারক পুজো কমিটিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছিল ট্রাফিক বিভাগের তরফে। সেই মতো মঙ্গলবার এসডিএসএল নিয়ে সেরা প্রচারক শিল্পাঞ্চলের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল।

মোট তিনটি ভাগে এই প্রচারাভিযান হয়। তারমধ্যে “বেস্ট থিম অফ এসডিএসএল” এ সেরা হয়েছে অন্ডালের কাজোড়া কোলিয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। “বেস্ট অ্যাওয়ারনেস ডিসপ্লে অফ এসডিএসএল” এ সেরার পুরস্কার পেয়েছে দুর্গাপুরের বুদ্ধবিহার সার্বজনীন সম্মিলনী। একইভাবে “বেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন অফ এসডিএসএল” এ সেরা হয়েছে জামুড়িয়ার শ্রীদুর্গা সেবা সমিতি।

এদিন আসানসোলের বার্ণপুরে স্কবগেট সংলগ্ন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) র কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তিন পুজো কমিটির হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এডিসিপি ( ট্রাফিক) প্রদীপ মণ্ডল, এসিপি ( এপি) অচিন্ত্য দে, ট্রাফিক ইন্সপেক্টর (১) সুদীপ ভট্টাচার্য, ট্রাফিক ইন্সপেক্টর (২) রানা অম্বিকা দত্ত সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সব ট্রাফিক গার্ডের ওসিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments