সংবাদদাতা,আসানসোলঃ– বাংলায় আলুর দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তার পরই শুক্রবার নবান্নে বৈঠক করে টাস্কফোর্স। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ থাকবে। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এমনটাই জানান।
এদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও নজরদারি নেই বাংলা ঝাড়খন্ড সীমান্তে। বিনা নজরদারিতেই রাজ্য থেকে অন্য রাজ্যে পারাপার হচ্ছে পণ্য়বাহী লরি। শুক্রবার এমনই চিত্র ধরা পড়ল বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবুরডিহি চেক পোস্টে। ”বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে, এ জিনিস বরদাস্ত করব না”, গতকালের বৈঠকে এমনই কড়া বার্তা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমায় ডুবুরডিহি চেকপোষ্টে কোনও রকমের নজরদারি নেই। কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গার্ড কাউকেই সীমান্তে নজরদারি করতে দেখা যায়নি। বলতে গেলে কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই এ রাজ্যের চেকপোস্ট থেকে সারসার লরি চলে যাচ্ছে অন্য রাজ্যে।